‘ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে জার্মানি’

জার্মানি ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। গতকাল শুক্রবার (৩ জুন) মস্কোর তরফ থেকে বলা হয়েছে, জার্মানি ‘পুনঃসামরিকীকরণ’ করে ইউরোপীয় নিরাপত্তাকে ভারসাম্যহীনতার দিকে ঠেলে দিচ্ছে। ইউক্রেনে মস্কোর হামলার প্রতিক্রিয়ায় জার্মানি সামরিক ব্যয় বাড়ানোর পর এমন মন্তব্য করল রাশিয়া।

চলতি সপ্তাহে জার্মান সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় চ্যান্সেলর ওলাফ সোলজ বলেছেন, শিগগিরই ন্যাটোর ইউরোপীয় সদস্যদের মধ্যে বার্লিনের সবচেয়ে বড় প্রচলিত সেনাবাহিনী থাকবে।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মান চ্যান্সেলরের এমন বিবৃতির পর আমরা নিশ্চিত হয়েছি যে বার্লিন সামরিকীকরণের গতি ত্বরান্বিত করছে। এর ফলে সামনের দিনগুলোতে কি হতে পারে তা পেছনের দিনগুলো দেখলেই বোঝা যায়।

গত ফেব্রুয়ারিতেই প্রতিরক্ষা ব্যয় ব্যাপক পরিমাণে বাড়ানোর এবং জার্মানির সশস্ত্র বাহিনীতে ১০০ বিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সোলজ। শীতল যুদ্ধের পর জার্মানির সামরিক বাহিনীর নীতিতে এটি বড় একটি পরিবর্তন।

জাখারোভা বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যখন সাধারণ হুমকিগুলো হ্রাস করার সুযোগ সন্ধান করা প্রয়োজন তখন জার্মানি ইউরোপীয় মহাদেশে সামরিক-রাজনৈতিক পরিস্থিতি বাড়ানোর পথ গ্রহণ করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //